Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এবার রাবির গণকবরের মাটিতে মিলল ৪ মর্টারশেল

প্রকাশিত: ২১ মে ২০২১, ০৩:২৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবরের কেনা মাটিতে মর্টারশেল পেয়েছেন এক ক্রেতা। কেনা মাটি দিয়ে জমি ভরাট করার সময় মর্টারশেলগুলো দেখতে পান নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা নামের ওই ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বগুড়া থেকে সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল টিম এগুলো নিস্ক্রিয় করবে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শুক্রবার না হলেও শনিবার শেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি।

জমির মালিক মুংলা জানান, এগারশ টাকা দরে ৪০ ট্রাক মাটি কেনেন তিনি। কেনার পর এক মাস জমিতে ফেলে রাখা হয় সে মাটি।

তিনি জানান, ছোট এক বাচ্চা কাদামাটি মনে করে প্রথমে বাড়ি নিয়ে যেতে চাইছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি বোম। পরে এক এক করে চারটি পাওয়া যায়। পুলিশে খবর দেয়া হলে তারা জায়গাটি ঘিরে রেখেছে।

মাটিগুলো কোথা থেকে এসেছে এমন প্রশ্নে তিনি বলেন. এগুলো বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকার মাটি।

ঢাকা, ২০ মে (ক্যাম্পাসলাইভ২৪.কম)//ওএফ//এমজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ