Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ‘বিশ্ব সমাজকর্ম’ দিবসে শোভাযাত্রা

প্রকাশিত: ২২ মার্চ ২০১৭, ০১:৪৮


রাবি লাইভ: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব সমাজকর্ম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও সমাজকর্ম সমিতির যৌথ আয়োজনে একটি শোভাযাত্রা বের করে।


শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলাভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিভাগের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।


বিভাগের সভাপতি প্রফেসর ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সমাজকর্ম সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর মো. এমাজ উদ্দিনসহ বিভাগের শিক্ষকগণ।


এ সময় বক্তারা বলেন, সমাজকর্মের মূলমন্ত্রের আলোকে বাংলাদেশের আপামর সংশয়গ্রস্থ ব্যক্তিদের আত্মনির্ভরশীলতার সহযোগিতায় মনন তৈরি করতে হবে। সমাজরে প্রত্যেক  মানুষের ব্যক্তির মর্যাদা যেন প্রতিষ্ঠিত হয়। ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের সর্বস্তরে যেন মানবতাবোধের উন্মেষ ঘটে।

 

ঢাকা, ২১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ