Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ক্যাম্পাস রেডিও উদ্বোধন

প্রকাশিত: ১৯ মার্চ ২০১৭, ২৩:৩০


রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ক্যাম্পাসে রেডিও (আরইউসিআর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে বিভাগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে লোগো ও স্টেশন আইডি উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।


বিভাগীয় সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর মো. ফয়জার রহমান।


সেখানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মজিবুল হক আজাদ খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. মশিহুর রহমান, বিভিন্ন বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রেডিওটির স্টেশন সমন্বয়ক  ড. এবিএম সাইফুল ইসলাম।


বক্তারা বলেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ‘অনুধ্যান’ নামে একটি অনুশীলন পত্রিকা প্রিন্ট ও অনলাইনে নিয়মিত প্রকাশ করে আসছে। এর সাথে ক্যাম্পাস রেডিও-এর উদ্বোধন শিক্ষার্থীদের ক্লাসরুমকেন্দ্রিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় দক্ষতা অর্জনে ভূমিকা রাখবে। এসব দক্ষতা অর্জনের মাধ্যমে পেশাগত জীবনের জন্য নিজেদের প্রস্তুত করবে ও সে দক্ষতা সর্বোচ্চ ব্যবহার করে তারা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে।


রেডিওটি বর্তমানে অনলাইননির্ভর হলেও পরে তা এফএম-ভিত্তিক করার পরিকল্পনা রয়েছে বলে বিভাগ জানায়। রেডিওটি বর্তমানে www.ru-cr.com ওয়েব ঠিকানা থেকে শোনা যাবে। 

 

ঢাকা, ১৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ