Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজশাহী কলেজে দুইদিন ব্যাপি বই মেলা শুরু

প্রকাশিত: ১২ মার্চ ২০১৭, ০২:২৭


রাজশাহী লাইভ: রাজশাহী কলেজে দুইদিন ব্যাপি বই মেলা শুরু হয়েছে। শনিবার সকালে রাজশাহী কলেজ অডিটেরিয়ামের সামনে এ মেলার উদ্বোধন করা হয়। এই মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

এবারের মেলায় সময় প্রকাশন, প্রথমা প্রকাশন ও অনুপম প্রকাশনীসহ দশটা প্রকাশনীর স্টল স্থান পেয়েছে। এবারের মেলা রাজশাহী কলেজ ১১ ও ১২ মার্চ, পিএন সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ১৩ ও ১৪ মার্চ, অগ্রণী মহাবিদ্যালয় ১৫ ও ১৬ মার্চ এ আয়োজন করেছে।

মেলা সম্পর্কে কথা হয় প্রথমা প্রকাশন স্টলের হাবিবুর রহমানের সাথে তিনি বলেন, দুপুর পর্যন্ত মাত্র দুই হাজার টাকার বই বিক্রি করেছি। তবে অন্য-আনন্য মেলার তুলনায় এখানে বেচা-বিক্রি অনেক কম। দুইদিন ব্যাপি বই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান।

এসময় অতিথি হিসেবে লেখক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় এর বার্তা সম্পাদক তুষার আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। এছাড়াও এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রকাশনীর লেখ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 


ঢাকা, ১১ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ