Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ১০ মার্চ ২০১৭, ০১:০২

 

 

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ও বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ প্রফেসর সায়েন উদ্দিন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর মো. আনসার উদ্দিন।

স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মোহা. আলী আহসানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভিসি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ ৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের ‘উপাচার্য পুরস্কার’ প্রদান করেন।

অনুষ্ঠানে প্রো-ভিসি ও কোষাধ্যক্ষ স্কুল পুরস্কার ও মেধা পুরস্কার, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কারসহ অন্যান্য কয়েকটি পুরস্কার প্রদান করেন। স্কুলের ভাইস প্রিন্সিপাল এবিএম কমরুদৌলা অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে ছিল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের শিক্ষক ড. মোহা. কাওসার হুসাইন, মো. আবু জাহিদ আল বোরহান ও মো. বাদশা আলম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।

এতে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 


ঢাকা, ০৯ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এএম

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ