Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাজশাহী কলেজে বিশ্বকে বদলে দেয়ার প্রত্যয়

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭, ০৩:১০

রাজশাহী লাইভ : রাজশাহী কলেজের নারী অধিকার বিষয়ক সংগঠন, অনিন্দিতার আয়োজনে প্রথম বারের মতো পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এ স্লোগানকে সামনে রেখে নারী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার রাজশাহী কলেজ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর সোনাদিঘীমোড়, সাহেববাজার, জিরোপয়েন্ট, মণিচত্ত্বর প্রদক্ষিণ করে কলেজ চত্ত্বরে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে  কলেজের অডিটরিয়ামে ‘বাংলাদেশে নারীর ক্ষমতায়ন : একটি সমাজতাত্ত্বিক বিশ্লেয়ণ’ শীষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়।

সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মহ. হবিবুর রহমান। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন সমাজকর্ম বিভাগের প্রধান ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের প্রধান প্রফেসর মনোয়ারা খাতুন, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান শামীম আরা বেগম, ভুগোল ও পরিবেম বিভাগের প্রধান ইউএফ হোসনে আরা খানম, রসায়ন বিভাগের প্রধান আনিছুর রহমান খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভকারীদের পুরস্কার প্রদান করা হয়।



ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ