Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাপানে রাবি শিক্ষক-শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার সুযোগ

প্রকাশিত: ৯ মার্চ ২০১৭, ০২:২৫

রাবি লাইভ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গে জাপানের কিউসু ইনস্টিটিউট অব টেকনোলজির (কিউটেক) লিঙ্কেজ স্থাপিত হয়েছে। বুধবার রাবি প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ওই বিষয়ে কিউটেকের প্রেসিডেন্ট স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে রাবি ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন স্বাক্ষর করেন।

ওই লিঙ্কেজের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা মেডিকেল টেকনোলজি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশ নিতে পারবেন।

ওই সমঝোতা স্মারক স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে রাবি সফরকারী কিউটেকের প্রফেসর সোজি ওতাবে, রাবি প্রো- ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ ও ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. মশিহুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



ঢাকা, ০৮ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ