Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১২ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে প্রাণিবিদ্যা বিভাগের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৪ মার্চ ২০১৭, ২৩:৩৬

 

রাবি লাইভ: নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রাণিবিদ্যা বিভাগের ৩য় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভিসি প্রফেসর শাহাদত আলী।

সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. প্রশান্ত কুমার রায় ও প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর সেলিনা পারভীন। বিভাগীয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি প্রফেসর মো. খালেকুজ্জামানের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষার্থী তারিকুজ্জামান তপু ও মাকছুদা ইয়াসমিন রুমকির পরিচালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর এ এস এম সফিকুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিভাগের মরহুম ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। দুই দিনব্যাপী এই পুনর্মিলনী কর্মসূচিতে আরো রয়েছে স্মৃতিচারণ, বার্ষিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, ফেলোশিপ ও পুরস্কার প্রদান ইত্যাদি।

 

ঢাকা, ০৪ মার্চ (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


ru

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ