Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির সিফাত হত্যা: স্বামীর কারাদন্ড,তিন জন খালাস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০১৭, ০২:০৩

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক সাঈদ আহমেদ সোমবার দুপুর ১টার দিকে এই রায় ঘোষণা করেন।

এতে সিফাতের স্বামী মো. আসিফকে ১০ বছরের কারাদণ্ড এবং বাকি ৩ জনকে খালাস দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্ত বাকি তিন জন হলেন সিফতের শ্বশুর মো. হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলী এবং ময়নাতদন্তকারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জুবায়দুর রহমান।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় শ্বশুর বাড়িতে ওয়াহিদা সিফাতের মৃত্যু হয়। এই ঘটনার চার দিন পর ওয়াহিদার চাচা মিজানুর রহমান খন্দকার রাজপাড়া থানায় সিফাতের স্বামী মো. আসিফ, শ্বশুর মো. হোসেন রমজান ও শাশুড়ি নাজমুন নাহার নাজলীকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে পুলিশ মরদেহের প্রথমে ময়নাতদন্তকারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জুবায়দুর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলাটি পরে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগরে সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ড বলেন, রায় নিয়ে আমরা সন্তুষ্ট নয়।

তবে মামলাটি পর্যবেক্ষণে রাখা হয়েছে। পর্যবেক্ষণের প্রেক্ষিতে যে রায় হবে সে অনুযায়ী বিভাগের পক্ষ থেকে কর্মসূচি নেয়া হবে।

 

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ