Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাবি শিক্ষার্থীকে মারধর

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০১৭, ০১:৩৮


রাবি লাইভ: বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বেধড়ক পিটিয়ে আহত করেছে মার্কেটিং বিভাগের মো. মিরাজ। তিনি ২য় বর্ষের একজন শিক্ষার্থী। মিরাজ বিশ্ববদ্যিালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী। রোববার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে মারধরের এ ঘটনা ঘটে।

আহত রনি হাসান সমাজবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। মারধরের পর অবস্থা গুরুতর হওয়ায় বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেকে) পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ চলাকালে কাজী নজরুল ইসলাম মিলনায়তনের ভিতরে সমাজবিজ্ঞান বিভাগরে প্রথম বর্ষের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে মিরাজ রাহাতসহ অনেকেই। অনুষ্ঠান শেষে ঐ ছাত্রী মিলনায়তনের বাইরে বের হলে মিরাজ, রাহাতসহ ৫-৬ জন আবাবও উত্ত্যক্ত করতে থাকে। এ সময় রনি প্রতিবাদ করলে তাকে বেধড়ক মারধর করে মিরাজরা।

এতে রনির শরীরের বিভিন্ন স্থানে জখম হয় ও দুই চোখে বড় ধরনের আঘাত পায়। পরে রনির বন্ধুরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামেকে পাঠায়।

ভুক্তভোগী রনি ক্যাম্পাসলাইভকে বলেন, আমার বান্ধবীকে মিরাজ রাহতসহ বেশ কয়েক জন মিলে উত্ত্যক্ত করায় আমি প্রতিবাদ করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।
এ ব্যাপারে জানতে চাইলে মিরাজ ক্যাম্পাসলাইভকে বলেন, তাকে কথা বলার জন্য ডাকলে সে আমাদের সাথে খারাপ আচরণ করায় চড়-থাপ্পড় দিয়েছি।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ক্যাম্পাসলাইভকে বলেন, ক্যাম্পাসের বাইরে থাকার কারণে বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়। যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে।

মারধরের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর মজিবুল হক আজাদ খান ক্যাম্পাসলাইভকে বলেন, তিনি বিষয়টি জেনেছেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

 

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ