Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

অনিশ্চিত রাবির দশম সমাবর্তন!

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০১৭, ১৭:৩৯

 

রাবি লাইভ: অনিশ্চিত রাবির দশম সমাবর্তন! এনিয়ে চলছে আলোচনা ও নানা সমালোচনা।
অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন এনিয়ে রহস্যের ধূম্রজাল সৃস্টি হয়েছে। কবে এই সমাবর্তন হবে এর খবর কেউ জানেনা। জানা যায় ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজশাজী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন হওয়ার সম্ভাব্য তারিখ থাকলেও আগামি একমাসের মধ্যে হওয়ার সম্ভাবনা নেই।

এখনো পর্যন্ত নির্ধারণ হয়নি সমাবর্তনের তারিখ ও উদযাপন কমিটি। এমনকি ঠিক হয়নি গেস্ট। পাওয়া যায়নি শিক্ষা মন্ত্রণালয় থেকেও কোন ধরনের নির্দেশনা। এদিকে বর্তমান প্রশাসনের মেয়াদকাল আগামি মার্চের মাঝামাঝি সময়ে শেষ হওয়ায় অনেকেই ধরণা করছেন এই প্রশাসন দশম সমাবর্তন করতে পারছে না।

তবে বর্তমান প্রশাসনের কর্তাব্যাক্তিরা বলেন, আমরা সমাবর্তনের সকল কার্যক্রম সম্পন্ন করেছি, শিক্ষামন্ত্রণালয় থেকে নির্দেশান আসলে সমাবর্তন উদযাপন করতে পারবো।
সংশিষ্ট সূত্রে জানা যায়, ডিসেম্বরের শেষ সপ্তাহে সমাবর্তেনের সম্ভাব্য তারিখ নির্ধারন করন ৩রা নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু করে। পরে ৩০ নভেম্বর প্রথম দফায় রেজিস্টেশনের সময় শেষ হলেও সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। কিন্তু এখন পর্যন্ত সমাবর্তনের কোন দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা যায়নি।

অন্যদিকে জানা যায়, আগামী ২০ মার্চ শেষ হচ্ছে বর্তমান প্রশাসনের মেয়াদকাল। সমাবর্তনের জন্য যে সময়ের প্রয়োজন সে সময় হাতে নেই বর্তমান প্রশাসনের। আর নতুন প্রশাসন আসলে তারা কবে এই উদ্যোগ নিবে কি না বা বর্তমান প্রশাসন পরবর্তী মেয়াদে থাকবে কি না সেটা নিয়েও এখনও সংশয় রয়েছে। এ সমস্ত বিষয় বিবেচনা করলে দেখা যায় এই মূহুর্তে দশম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা খুবই কম।

এ ব্যাপারে জানতে চাইলে বিগত প্রশাসনের প্রথম সারির একজন কর্তাব্যাক্তি বলেন, সমাবর্তনের দিন তারিখ ঠিক করার জন্য নূন্যতম ১ মাস সময়ের প্রয়োজন হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরে অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু এই প্রশাসনের কার্যদিবসই আছে ২৪ দিন।

এই স্বল্প সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে সমাবর্তনের এ বিশাল আয়োজন করা সম্ভবপর হবে না বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, সমাবর্তনের জন্য দিন তারিখ ঠিক হয়নি। তবে অনুষ্ঠানটির জন্য যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে।

একাডেমিক বিভাগের উপ রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন ক্যাম্পাসলাইভকে জানান, সমাবর্তনের জন্য একাডেমিকভাবে সকল কার্যক্রম শেষ করা হয়েছে। শিক্ষার্থীদের সার্টিফিকেটসহ সমস্ত কার্যক্রম সম্পন্ন আছে। তবে বলা সম্ভব নয় কখন হচ্ছে দশম সমাবর্তন।

জানা যায়, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সমাপ্ত হওয়ার পর একটি সমাবর্তন কমিটি গঠন করার কথা থাকলেও হয়নি সমাবর্তন উদযাপন কমিটি।
সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হকের কাছে জানতে চাইলে তিনি ক্যাম্পাসলাইভকে জানান, সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হয়েছে তবে শিক্ষামন্ত্রনালয় থেকে কোন ধরনের নির্দেশনা না আসায় প্রস্তুতি নেয় হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন ক্যাম্পাসলাইভকে বলেন, সমাবর্তনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রনালয় থেকে কোন নির্দেশনা আসেনি। আর এই মূহুর্তে কোন নির্দেশনা আসার সম্ভাবনা কম বলেও মনে করেন তিনি।

 


ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ