Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ৩০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি শিক্ষিকার সাবেক স্বামীকে একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বার ২০১৬, ১০:২৩

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির সাবেক স্বামী তানভীর আহমদকে বিভাগের সকল একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বিভাগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি তদন্তের জন্য বিভাগের পক্ষ থেকে আবেদন এবং ‘আত্মহত্যা প্ররোচনা’ মামলার তদারকির জন্য কমিটি গঠন করা হয়েছে।

বিভাগের একাডেমিক কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক শিক্ষক নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওই সভা অনুষ্ঠিত হয়। তানভীর আহমেদ একই বিভাগের সহযোগী অধ্যাপক এবং সাবেক সভাপতি।

তবে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, সহযোগী অধ্যাপক তানভীর আহমেদ সার্বিক দিক বিবেচনা করে নিজ থেকে বিভাগের অ্যাকাডেমিক কর্মকান্ড থেকে নিজেকে প্রত্যাহারের প্রস্তাব দেন। আর তা সভায় উপস্থিত শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে অনুমোদন হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘আকতার জাহানের মৃত্যুকে কেন্দ্র্র করে তাঁর সাবেক স্বামী ও বিভাগের অ্যাসিস্টেন্ট প্রফেসর তানভীর আহমদের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে, তার পরিপ্রেক্ষিতে এবং বিভাগের শিক্ষকদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে তানভীর আহমদ বিভাগের সকল কার্যক্রম থেকে সাময়িকভাবে নিজেকে প্রত্যাহার করার প্রস্তাব দেন। সভায় বিষয়টি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়।’

এছাড়া আকতার জাহানের মৃত্যুর পর গণমাধ্যম ও সামাজিক গণমাধ্যমে সাবেক স্বামী তানভীর আহমেদের বিরুদ্ধে তোলা অভিযোগগুলোর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়ে আবেদন জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, সভার একপর্যায়ে তিনি নিজেই অ্যাকাডেমিক কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার রাখার প্রস্তাব দেন। পরে সেটা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। তবে এ ব্যাপারে তানভীর আহমদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে সভার শুরুতে আকতার জাহান জলির মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। হাতে নেওয়া হয়েছে আরও বেশ কিছু কর্মসূচি। এর মধ্যে রয়েছে ২৫ সেপ্টেম্বর সকালে বিভাগের সামনে থেকে শোকর‌্যালি, বেলা ১২টায় শোকসভা এবং ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিন কালো ব্যাজ ধারণ।

এছাড়াও আকতার জাহানের নামে বিভাগের সেমিনার লাইব্রেরির নামকরণ, বিভাগের সামনে ‘আকতার জাহান কর্ণার’ স্থাপন, শোকবই প্রকাশের সিদ্ধান্ত হয়। মামলার তদারকিতে গঠিত কমিটিতে বিভাগের সভাপতিকে আহ্বায়ক করেন অ্যাসিস্টেন্ট প্রফেসর শাতিল সিরাজ, কাজী মামুন হায়দার রানা ও আব্দুল্লাহীল বাকীকে সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে নিজ কক্ষ থেকে শিক্ষিকা আকতার জাহান জলির মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন বিকেলে তার ছোট ভাই কামরুল হাসান আত্মহত্যায় প্ররোচনা অভিযোগে রাজশাহী নগরীর মতিহার থানায় মামলা দায়ের করেন।

 

ঢাকা, ২২ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ