Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জয়পুরহাটে প্রতিবন্ধীদের জন্য শিক্ষা উপবৃত্তি বিতরণ

প্রকাশিত: ১২ অক্টোবার ২০১৬, ০২:১৯

লাইভ প্রতিবেদক: জেলায় সমাজসেবা অধিদপ্তর ২০১৫-২০১৬ অর্থবছরে ৩শ’ ৩২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৯ লাখ ৯৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি হিসেবে বিতরণ করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর সূত্র জানায়, প্রতিবন্ধীদের শিক্ষিত করে গড়ে তোলাসহ তাদের আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ১৯৯৭-৯৮ অর্থ বছর থেকে এ শিক্ষা উপবৃত্তি কর্মসূচী শুরু করে। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির মধ্যে রয়েছে প্রাথমিক পর্যায়ে প্রতি মাসে ৫শ, মাধ্যমিক পর্যায়ে ৬শ, উচ্চ মাধ্যমিকে ৭শ ও উচ্চতর পর্যায়ে ১২শ টাকা।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সেলিম শাহ বলেন, প্রতিবন্ধীদের উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীগুলোর মধ্যে অন্যতম প্রতিবন্ধীদের শিক্ষা উপবৃত্তি বিতরণ। ২০১৫-১৬ অর্থ বছরে জেলার ৩শ’ ৩২ জন প্রতিবন্ধীর মাঝে ৯ লাখ ৯৬ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি হিসেবে বিতরণ করা হয়েছে।

ঢাকা, ১১ অক্টোবর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ