Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

কোরিয়ার প্রতিযোগিতায় রাবি শিক্ষার্থীর সাফল্য

প্রকাশিত: ৮ নভেম্বার ২০১৮, ২৩:৪২

রাবি লাইভ: আন্তর্জাতিক তায়কোয়ানডো কোরিয়ান মার্সাল আর্ট প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মো. রিদুয়ান তাসকিন। দক্ষিণ কোরিয়ার মুজুতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেসটিভাল-২০১৮’তে অংশ নিয়ে রানার আপ হয়েছেন তিনি।

তায়কোয়ান্ডো প্রমোশন ফাউন্ডেশন আয়োজিত বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এ প্রতিযোগিতা ৪-৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৬৮ কেজি ওজন শ্রেণিতে তাসকিন রানার আপ হয়েছেন। ঘানার উইনেবারে ইউনিভার্সিটি অব অ্যাডুকেশনের শিক্ষার্থী ফায়সে সেলুরম চ্যাম্পিয়ন হন।

প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার, ৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই সদস্যের প্রতিনিধি দল কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দলের খেলোয়াড় চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. রিদুয়ান তাসকিন এবং কোচ শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ও রাজশাহী তায়কোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান চঞ্চল।

তাসকিনের কোচ কামরুজ্জামান চঞ্চল বলেন, ‘প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাসকিন ৬৮ ওজন শ্রেণিতে অংশ নেয়। এতে ১২ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় গোল্ডেন পয়েন্টে হেরে তাসকিন রানার আপ হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘নিজ খরচে আমরা কোরিয়ায় প্রতিযোগিতায় অংশ নিয়েছি। সরকার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় পৃষ্ঠপোষকতা করলে তায়কোয়ানডোতে আরও ভালো অর্জন করতে পারবো।’

পদক জয়ের অনুভূতি প্রকাশ করে তাসকিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা সমুন্নত করতে পেরে আমি আনন্দিত। কোচের পরিশ্রম ও গাইডলাইন আমাকে অনেক সাহায্য করেছে।’

 

 

ঢাকা, ০৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ