Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় এক যুবককে কারাদণ্ড

প্রকাশিত: ২৩ অক্টোবার ২০১৮, ১৯:৩০

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম ভর্তি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোছা. রনী খাতুন এ দণ্ড দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে ব্যবসায় অনুষদভুক্ত ‘বি-২’ গ্রুপের (অবাণিজ্য) পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ৪২৫ নম্বর কক্ষে আসল ভর্তিচ্ছু আল-আমিনের হয়ে প্রক্সি দিচ্ছিলেন মুনসুর।

পরীক্ষা চলাকালে হল পরিদর্শনের সময় মুনসুরের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় তার কাগজপত্র যাচাই করেন তিনি। এসময় জালিয়াতির বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালতে খবর দেওয়া হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড অথবা ৩০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত মুনসুরকে কারাগারে পাঠানো হয়েছে।

প্রক্সি পরীক্ষা দেওয়া যুবকের নাম মো. মুনসুর রহমান। তিনি রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার নিজাম উদ্দিনের ছেলে। তিনি রাবির ইতিহাস বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

ঢাকা, ২৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ