Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

থাকার সুব্যবস্থার কথা বলে রাবিতে ভর্তিচ্ছুদের গলায় ছুরি!

প্রকাশিত: ২২ অক্টোবার ২০১৮, ১৩:৫৯

রাবি লাইভ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই ভর্তিচ্ছুর গলায় ছুরি ধরে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ভর্তিচ্ছুরা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ থেকে বাসে করে এসে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে নামেন। পরিচিত কেউ না থাকায় ফটকের দেয়ালে ‘থাকার সুব্যবস্থা আছে’ বিজ্ঞাপন সম্বলিত পোস্টারের নম্বরে ফোন দেয় তারা। রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জাকিরুল ইসলাম জাকির এসে তাদের থাকার ব্যবস্থা করার কথা বলে নিয়ে যায়। তারা অক্ট্রয় মোড়ের গলির সামনে এলে তিন-চার জন এসে তাদের ছুরি দেখিয়ে মোবাইল ও টাকা-পয়সা দিয়ে দিতে বলে। ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইকারীদের সঙ্গে জাকিরুল ইসলামের পরিচয় রয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, জাকির নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের কোনো শিক্ষার্থী নেই।

এ বিষয়ে প্রক্টর ড. লুৎফর রহমান বলেন, আমি বিষয়টি শুনেছি। জাকিরের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা, ২২ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ