Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির সমাবর্তন প্রস্তুতি সম্পন্ন, বক্তা আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বার ২০১৮, ০৮:২৪

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনের সকল প্রস্তুতি শেষ। সমাবর্তন বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।

সমাবর্তনের দিনে উদ্বোধন হবে দুইটি আবাসিক হল। এছাড়া বিশিষ্ট কথা সাহিত্যিক হাসান আজিজুল ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট ও অভিজ্ঞানপত্র প্রদান করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সমাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেটভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

ভিসি জানান, বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য এ্যাডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তন অনুষ্ঠানের আগে ছাত্রীদের জন্য দেশরন্ত শেখ হাসিনা হল নামে ও ছাত্রদের জন্য শহীদ এ এইচএম কামারুজ্জামান হল নামে দুইটি দশ তলা বিশিষ্ট আবাসিক হল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি এ্যাডভোকেট আব্দুল হামিদ।

এদিকে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ইমেরিটাস আলমগীর মোহাম্মদ সিরাজ্দ্দুীন। আর ২য় বারের মতো ডি-লিট ডিগ্রি ও অভিজ্ঞানপত্র প্রদাণ করা হবে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে।

শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে বলেন, নিবন্ধনকৃত ৬ হাজার শিক্ষার্থীর খাবার ব্যবস্থার জন্য ১০ টি ফুড কর্ণার স্থাপন করবেবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন গান পরিবেশন করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির অবস্থানকালে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের আসা যাওয়া সাময়িক বন্ধ থাকতে পারে। কারণ রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এসএসএফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।


ঢাকা, ২৭ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এজেড


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ