Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশিত: ৭ সেপ্টেম্বার ২০১৮, ০২:১৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘উন্নত জীবন ও টেকসই উন্নয়নে প্রাণরসায়ন’ গবেষণা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা।

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি ও সম্মেলনের আহ্বায়ক প্রফেসর মো. মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এম খলিলুর রহমান খান। সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন সাংগঠনিক কমিটির সহ আহ্বায়ক প্রফেসর মো. তোফাজ্জল হোসেন।

এদিকে দিনব্যাপী এই সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠান ও প্লিনারি সেশন ছাড়াও ৩টি একাডেমিক ও ১টি পোস্টার প্রেজেন্টেশন এবং কয়েকটি পার্শ্ববর্তী দেশ-বিদেশের গবেষকরা ৮৮টি প্রবন্ধ উপস্থাপন করেন।

এতে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত ও মালয়েশিয়া সহ অন্য কয়েকটি দেশের সংশ্লিষ্ট শিক্ষক, গবেষক ও পেশাজীবী এই সম্মেলনে অংশ নেন।

 

ঢাকা, ০৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ