Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির আবাসিক ভবনের ছাদ খসে পড়ায় আতঙ্কে শিক্ষকরা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বার ২০১৮, ২৩:১৬

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনের ছাদ খসে পড়া নিয়ে আতঙ্কে সময় পার করছেন শিক্ষকরা। সম্প্রতি ছাদের টুকরোর আঘাতে শিক্ষক পুত্রের আহত হওয়ারও ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. ইশতিয়াক হোসেনের অভিযোগ, গতকাল সোমবার দুপুরে গোসলের জন্য ওয়াশরুমে গেলেই খসে পড়েছে ছাদের টুকরো। দুই বালতিতে করে ছাদের টুকরা গুলো ফেলে দিয়েছি। একটুর জন্য মাথার উপর পড়েনি ছাদের টুকরোগুলো বলে জানান তিনি। কিছুদিন আগে আমার ছেলে শুয়ে থাকা অবস্থায় পেটের উপর পড়ে আহত হয়।

এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি ক্যাটাগরিতে মোট ৮৮টি ভবনে ৩১৯টি বাসায় শিক্ষক-কর্মকর্তার পরিবার থাকার ব্যবস্থা আছে। প্রতিটি ভবনেই একই সমস্যা বলে জানান শিক্ষকরা।

হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষক সোহেল মেহেদী বলেন, পুরাতন ভবনগুলো দীর্ঘদিন রিপিয়ার না হওয়ায় এমন সমস্যা। যাদের ভবনে এমন সমস্যা হচ্ছে তাদের পরিবারের মধ্যে একটা আতঙ্ক কাজ করছে। কখন খসে পড়ে, কখন খসে পড়ে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সিরাজুম মুনীর বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক ভবনগগুলো পুরাতন হওয়ায় নিয়মিতই এমন ঘটনা ঘটছে। স্থায়ী সমাধানে যাওয়ার জন্য ভবনের ছাদ পরিবর্তন করতে হবে। এতে বড় বাজেটের প্রয়োজন। চেষ্টা করছি যাতে ওই ভবনের ছাদগুলো পরিবর্তনের মাধ্যমে স্থায়ী সমাধানে যাওয়া যায়।


ঢাকা, ০৪ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ