Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৫শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ৩ সেপ্টেম্বার ২০১৮, ২২:৩৭

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির আবেদন শুরু হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. খাদেমুল ইসলাম মোল্যা জানান, এই আবেদন প্রক্রিয়া সোমবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে আগামী ১২ সেপ্টেম্বর বুধবার রাত ১২টা পর্যন্ত চলবে।

প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আবেদনকারীকে ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করতে হবে। প্রাথমিকভাবে আবেদনকারীদের মধ্যে এইচএসসি ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে বিশেষ কোটাসহ সর্বোচ্চ ৩২ হাজার ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১৬ সেপ্টেম্বরের পর নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত আবেদন করতে হবে।

প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদনের সময় ১০ শতাংশ সার্ভিস চার্জসহ ‘এ’ ইউনিটের এক হাজার ২৫৪, ‘বি’ ইউনিটে ৭২৬, ‘সি’ এক হাজার ২৫৪ টাকা, ‘ডি’ ইউনিটে ৯৯০ টাকা এবং ‘ই’ ইউনিটের জন্য এক হাজার ১২২ টাকা ডাচ-বাংলা মোবাইল (রকেট) ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয়েছে, মানবিক শাখা থেকে আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বাণিজ্য শাখা থেকে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৭.৫০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।

এছাড়া আগামী ২২ ও ২৩ অক্টোবর পাঁচ ইউনিটে অনুষ্ঠিতব্য এ ভর্তি পরীক্ষায় আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সে যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবেদনসহ ভর্তি প্রক্রিয়া সম্পর্কিত যাবতীয় বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে admission.ru.ac.bd/ প্রকাশ করা হবে।

 

 

ঢাকা, ০৩ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ