Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবিতে রসায়ন সমিতির কার্যক্রম

প্রকাশিত: ১০ আগষ্ট ২০১৮, ০৪:৩৪

পাবিপ্রবি লাইভ: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন সমিতির কার্যক্রম শুরু হয়েছে। রসায়ন সমিতি নির্বাচনের মাধ্যমে বৃহস্পতিবার থেকে শুরু হলো রসায়ন সমিতির কার্যক্রম।

রসায়ন সমিতি নির্বাচন উপলক্ষে ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ৪র্থ তলায় রসায়ন বিভাগের ক্লাস রুমে ভোট গ্রহন শুরু হয়। পূর্ব ঘোষনা অনুযায়ী সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক সহ বিভিন্ন পদের জন্য রসায়ন বিভাগের শিক্ষার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেন।

সুষ্ঠভাবে নির্বাচন শেষে রসায়ন সমিতির সভাপতি রতন কুমার পাল ফলাফল ঘোষণা করেন। সেখানে উপস্থিত ছিলেন রসায়ন সমিতির কোষাধক্ষ্য রসায়ন বিভাগের লেকচারার মো: ফারুক আহমেদ ও সহ-সভাপতি লেকচারার মো: হুমায়ন কবীর।

রসায়ন সমিতি নির্বাচনে নির্বাচিতরা হলেন, সাধারণ সম্পাদক মো: আলিউল ইসলাম (৩য় বর্ষ, ১ম সেমিষ্টার); যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুজ্জামান সৌরভ (২য় বর্ষ,১ম সেমিষ্টার), প্রচার সম্পাদক মো: শাহ আলম (৩য় বর্ষ,১ম সেমিষ্টার), মহিলা বিষয়ক সম্পাদক মোছা: মরিয়ম খাতুন (৩য় বর্ষ,১ম সেমিষ্টার), সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল হাসান রনি (২য় বর্ষ,১ম সেমিষ্টার), ক্রীড়া সম্পাদক মো: রাশেল উদ্দিন (২য় বর্ষ,১ম সেমিষ্টার), সহ প্রচার সম্পাদক মো: জুয়েল রানা (৩য় বর্ষ, ১ম সেমিষ্টার), মহিলা বিষয়ক সহ সম্পাদক ১ নিশিতা তাবাসসুম (২য় বর্ষ,১ম সেমিষ্টার), মহিলা বিষয়ক সহ সম্পাদক (২) জান্নাত নাছরীন বাবলী (১ম বর্ষ,১ম সেমিষ্টার), সহ ক্রিড়া সম্পাদক মো: শাহরিয়ার ঈমন (১ম বর্ষ, ১ম সেমিষ্টার)।

কমিটিতে অন্যান্যরা হলেন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো: সুজন আলী (১ম বর্ষ, ১ম সেমিষ্টার); কার্যকারী সদস্য ১ মো: আ: হাই আল হাদি (৩য় বর্ষ, ১ম সেমিষ্টার); কার্যকারী সদস্য (২) বাধন দাস (২য় বর্ষ,১ম সেমিষ্টার);কার্যকারী সদস্য (৩) মো: শরিয়ত উল্লাহ (১ম বর্ষ, ১ম সেমিষ্টার)।

ফলাফল ঘোষণা শেষে রসায়ন সমিতির সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান রতন কুমার পাল, রসায়ন সমিতির সহ-সভাপতি মো: হুমায়ন কবির, কোষাধ্যক্ষ মো: ফারুক আহমেদ বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান, দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ও সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, রসায়ন বিভাগের লেকচারার মো: হুমায়ন কবীর নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

 

ঢাকা, ০৯ আগস্ট (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ