Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবিতে বিএফডিএফ বিতর্ক প্রতিযোগীতা

প্রকাশিত: ১২ জুলাই ২০১৮, ০৩:০২

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদদের স্মরণে ৯ম বারের মত চার দিন ব্যাপি বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। শহীদ শামসুজ্জোহা স্মৃতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করছে বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি ডিবেটিং ফোরাম (বিএফডিএফ)।

নবম বারের মতো আয়োজিত প্রতিযোগিতাটি আগামীকাল বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসিসি) উদ্বোধন করবেন পরিচালক প্রফেসর ড. হাসিবুল আলম প্রধান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন সাবেক ছাত্র-উপদেস্টা ও সমাজকর্ম বিভাগের সভাপতি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের কক্ষে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন প্রধান নির্বাহী সদস্য আবু ইউসুফ।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, তিনটি পর্বে এই বিতর্ক শুরু হবে। প্রথম পর্বটি বিশ্ববিদ্যালয়ের ৩য় বিজ্ঞান ভবনে শহীদ সুখরঞ্জন সমাদ্দার আন্ত:বিভাগ বিতর্ক হবে আগামী ১৩ জুলাই। এতে বিভিন্ন বিভাগের মোট ৩২ দল অংশ নেবেন। দ্বিতীয় পর্বটি শহীদ হবিবুর রহমান আন্ত:হল বিতর্ক হবে ১৪ জুলাই। এতে বিভিন্ন হলের মোট ২৬ টি দল অংশ নেবেন।

এছাড়া সমাপনী পর্বটি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সংবিধান অলিম্পিয়াডে ২০০ শিক্ষার্থী অংশ নেবেন। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান। এসময় আরো উপস্থিত থাকবেন বিএফডিএফ এর উপদেষ্টা প্রমুখ।

উল্লেখ্য, বিএফডিএফ ২০০৮ সালে ‘ জয়েন বিএফডিএফ, এক্সপ্রেস ইওরসেল্ফ’ শ্লোগানে যাত্রা শুরু করে।

 


ঢাকা, ১১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ