Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পাবিপ্রবিতে পরিসংখ্যান বিভাগের সেমিনার

প্রকাশিত: ৩ জুলাই ২০১৮, ০২:০০

পাবিপ্রবি লাইভ: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের আয়োজনে Regression and Mystery of Statistics for Statistician and Non- Statistician বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো: আনোয়ার পারভেজ খসরু।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. প্রীতম কুমার দাস, বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিসংখ্যান বিভাগের লেকচারার মুশফিক নবীন।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. সাব্বা রুহীর সভাপতিত্বে সেমিনারে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের গণিতিক বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এএইচএম রহমতউল্লাহ ইমন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম রোস্তম আলী নতুন জ্ঞান তৈরির ক্ষেত্রে পরিসংখ্যান বিভাগ কর্তৃক এরকম সেমিনার আয়োজনের প্রশংসা করেন ও বিভিন্ন বিভাগকেও এরকম সেমিনার আয়োজনে উৎসাহিত করেন।

পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. সাব্বা রুহী বলেন, নবীন বিভাগ হিসেবে এরকম সেমিনার আয়োজন শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে। রহমতউল্লাহ ইমন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি আরও বলেন স্যার ভবিষ্যতে আমরা এরকম সেমিনার আরও আয়োজন করবো, আপনার মত আলোকিত মানুষ এর উপস্থিতি আমাদের আবারও ধন্য করবে এই আশা করি।

সেমিনারটি দুটি অংশে Topic 1: Truth, Damn Truth and Statistics; Topic 2: Regression Diagnostic: A Review নেওয়া হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর পর্বের মধ্যে দিয়ে সেমিনার শেষ হয়।

পরিসংখ্যান বিভাগের যাত্রা শুরু ২০১৫ সালে ১৫ সেপ্টেম্বর থেকে। বর্তমানে বিভাগের শিক্ষকের সংখ্যা ৫ জন, তাদের মধ্যে ২ জন উচ্চ শিক্ষার জন্য বিদেশে আছেন। বিভাগের মোট শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন।

উল্লেখ্য প্রফেসর ড. এ এইচ এম রহমতউল্লাহ ইমন কর্ম জীবনের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ছিলেন। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বল স্টেট বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বিজ্ঞান বিভাগে প্রফেসর হিসেবে কর্মরত। পরিসংখ্যান বিষয়ে তাঁর চারটি বইসহ শতাধিক আন্তর্জাতিক মানের প্রকাশনা রয়েছে।

 


ঢাকা, ০২ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ