Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির প্যারিস রোডে শিক্ষার্থীদের আন্দোলন

প্রকাশিত: ১ জুলাই ২০১৮, ২১:৪২

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী নেতাদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

আন্দোলন শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের রাবি শাখার আহ্বায়ক মাসুদ মোন্নাফ। তিনি কোটা সংস্কার আন্দোলনের সাথে সংশ্লিষ্টদেরসহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে রোববার সকাল ১০টায় প্যারিস রোডে মানববন্ধনে অংশ নিতে আহ্বান করেন।

মাসুদ মোন্নাফ আরো বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী আমরা অনেক দিন থেকে আন্দোলন করে আসছি। দেশে মেধাবীদের সুযোগ করে দিতে শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের দাবিকে মেনে নিয়ে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু প্রধানমন্ত্রীর সেই ঘোষণা দেয়া দুই মাস পার হলেও প্রজ্ঞাপন জারির জন্য দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি।

তিনি আরো বলেন, প্রশাসন কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করেতে নতুন নতুন নাটক শুরু করেছে। মিডিয়াসহ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে কোটা সংস্কার অথবা বাতিল কোনটিই হবে না।

প্রজ্ঞাপন নিয়ে প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছিলেন তার দাবিতে শনিবার সকালে কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনের ওপর ছাত্রলীগের হামলা জাতির জন্য সত্যিই কলঙ্কজনক। তাদের হামলায় রক্তাক্ত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে থেকে ৫-৭ জন। তারিই প্রেক্ষিতে আমরা কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এই আন্দোলনের ডাক দিয়েছি।

এবিষয়ে রাবি শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম মুবিন বলেন, ‘ রাবি শাখা কমিটির পক্ষ থেকে ঢাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি। হামলা কিংবা হুমকি দিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন দমানো যাবে না।’

 


ঢাকা, ১ জুলাই (ক্যাম্পাসলাইভ২৪.কম)/এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ