Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

স্কুলছাত্রী-শিক্ষকের বিয়ে নিয়ে তোলপাড়

প্রকাশিত: ২৫ জুন ২০১৮, ২৩:২৬

লাইভ প্রতিবেদক: পাবনার জেলার ভাঙ্গুড়া উপজেলায় মুনজুরুল ইসলাম নামের এক স্কুল শিক্ষকের সাথে স্কুলছাত্রীকে বিয়ে করা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। মুনজুরুল ইসলাম উপজেলার পাটুলীপাড়া উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষক ও তার স্ত্রীএকই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।

স্কুল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐ শিক্ষক এনটিআরসিএ কর্র্তৃক কয়েক বছর পূর্বে বাংলা বিষয়ে পাটুলী পাড়া বিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত হন। মুনজুরুল ইসলামের বাড়ি খানমরিচ ইউনিয়নের বৃদ্ধ মরিচের বাসিন্দা হওয়ার কারণে বাড়ি থেকে পাটুলীপাড়া এসে ক্লাস করা অসুবিধা হত।

সে কারণে প্রায়ই বিদ্যালয়ের পাশের এক ব্যক্তির ১০ম শ্রেণিতে পডুয়া এক ছাত্রীর বাড়িতে রাত্রি যাপন করত। এর সুযোগে ওই ছাত্রীর সাথে সবার অজান্তে প্রেমের সর্ম্পকে জড়িয়ে পড়েন শিক্ষক। পরে বিষয়টি জানাজানি হলে চাপের মুখে গত দুই মাস পূর্বে ঐ ছাত্রীকে বিয়ে করতে বাধ্য হয়। এদিকে বিয়ের পর থেকেইে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি শিক্ষক মুনজুরুলকে সাময়িক বরখাস্ত করে।

সাময়িক বখাস্তের আদেশ প্রত্যাহার করার জন্য কমিটি ও প্রভাবশালী মহল বিশেষ সুবিধা নিয়ে মীমাংসার জোর চেষ্টা চালাচ্ছে বলে জানা যায় । এদিকে স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন ঐ শিক্ষক বিদ্যালয়ে পূর্নবাহাল হয়ে আবারও এমন ধরনের ঘটনা ঘটাতে পারেন।

শিক্ষার্থীর সাথে প্রেমের বিয়ে ও সাময়িক বরখাস্তের কথা স্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক মুনজুরুল ইসলাম।

পাটুলীপাড়া উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক এসএম সানোয়ার হোসেন জানান, কোন শিক্ষককে ২ মাসের অধিক সাময়িক বরখাস্ত করার বিধান নেই, তাই পূর্ণবাহালের প্রক্রিয়া চলছে। এবিষয়ে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে সাময়িক বরখাস্তে রয়েছে।


ঢাকা, ২৫ জুন (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ