Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি-তে যেভাবে প্রচারপত্র বিলি করছে হিযবুত তাহরীর

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০২:১৮

 



রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের চেম্বারে প্রচার পত্র বিলি করেছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ভবনে ঢুকে ওই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রচারপত্র বিলি করে। তবে কিভাবে এবং কারা এ প্রচারপত্র দিয়ে যায় তা জানা যায় নি।

খোঁজ নিয়ে জানা যায়, শিক্ষকদের চেম্বরের দরজার নিচ দিয়ে একটি সাদা খামে এ পত্র দেয়া হয়। খামের উপর এ পত্রের প্রেরকের নাম আব্দুল্লাহ লেখা রয়েছে। নামের টাইটেল হিসেবে ‘সিএমও, এইচটি’ লেখা রয়েছে।



‘বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি কি হবে: তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নামে ধর্মনিরপেক্ষতাবাদ নাকি ইসলাম?’- শিরোনামের প্রচার পত্রটিতে সংগঠনটির মিডিয়া অফিসের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর (০১৭৯৮৩৬৭৬৪০) ও ইমেইল নম্বর (htmedia.bd@outlook.com) রয়েছে।

প্রচার পত্রে কুরআনের বিভিন্ন আয়াতের উদাহরণ দিয়ে ধর্মনিরপেক্ষবাদের বিরোধীতা করে শেখ হাসিনা সরকারের সমালোচনা করা হয়। এছাড়া পত্রে আইএস’র কর্মকান্ডে ইসলাম বিরোধী উল্লেখ করে গুলশান হামলার সমালোচনা করা হয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নিয়ে ইসলামী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অপতৎপরতার মাধ্যমে মুসলিমদের আতঙ্কিত করাকে নজির বিহীন বলে উল্লেখ করা হয়।


শেষে কুফর ধর্মনিরপেক্ষতাবাদকে প্রত্যাখান করে বর্তমান সরকারকে অপসারণ করে ইসলামের ভিত্তিতে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহবান জানানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্ট্রর প্রফেসর মজিবুল হক খান আজাদ ক্যাম্পাসলাইভকে বলেন, ‘আমার চেম্বারসহ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি একাডেমিক ভবনে ঢুকে প্রায় প্রত্যেকটি শিক্ষকের চেম্বরেই এমন একটি চিঠি দিয়েছে।

এসব চিঠিগুলো সোমবার সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে বিলি করতে পারে। এ বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পুলিশই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন।


রাবি, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ