Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি প্রশাসনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৬, ০০:০৭

 



রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি প্রফেসর ড. মুহম্মদ মিজানউদ্দিন, প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার প্রফেসর মুহাম্মদ এন্তাজুল হক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ কমিটির বিরুদ্ধে মামলা করেছেন তিন চাকরীপ্রার্থী।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নিয়োগের লিখিত পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় রাজশাহী মহানগর সিনিয়র সহকারী জজ আদালতে তারা এ মামলা করেন।

মামলা আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাতদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া কেন বন্ধ হবেনা এ মর্মে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে রাজশাহী মহানগর সিনিয়র সহকারী জজ আদালত।

নিয়োগপ্রার্থী সাইদুর রহমান, সোহেল রানা ও তৌহিদুল ইসলাম মামলায় উল্লেখ করেন, এ বছরের ২৪ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর তারিখে রাবি প্রশাসন বাস ড্রাইভার, ক্লিনার এবং নিম্ন শ্রেণীর সহকারীসহ ৪৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী তারা আবেদন করেন। কিন্তু ২৪ নভেম্বর অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাদের নামে প্রবেশপত্র ইস্যু করা হয়নি। এমনকি নিয়োগ কমিটি কর্তৃক তাদের অযোগ্যও ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মুহাম্মদ এন্তাজুল হক বলেন, এ ব্যাপারে এখনও কোন প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। মামলার কাগজপত্র আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।


ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ