Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবি ভিসি কার্যালয় ঘেরাওয়ের হুমকি

প্রকাশিত: ২৮ নভেম্বার ২০১৬, ০০:০০

 



রাবি লাইভ: আমরা সুযোগ সুবিধা বা ভাতা পাওয়া সনদ নেওয়ার জন্য রাজপথে নামি নাই। মুক্তিযোদ্ধারা অনুগ্রহ বা দয়া চায় না। দাবি আদায় করতে তারা জানে। বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান, নাতি নাতনীদের জন্য রাষ্ট্র নির্দেশিত আইনের ৩০% কোটা অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ও ভিসির কার্যালয় ঘেরাও করা হবে।

সরকার ঘোষিত  নীতিমালা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুক্তিযোদ্ধাদের নাতি নাতনীদের ভর্তির সুযোগ না দেওয়ায় প্রতিবাদে রাজশাহী মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমিটির ব্যানারে মানববন্ধনে ভিসি কার্যালয় ঘেরাওয়ের এ হুমকি দেন মুক্তিযোদ্ধারা।
 
রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

এসময় মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, বর্তমান ভিসি স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান হারিয়ে ফেলেছেন। অবজ্ঞার চোখে দেখছেন মুক্তিযোদ্ধাদের। যে কারণে তিনি রাষ্ট্রীয় নির্দেশনা মানছেন না।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জন্য কিছু রাষ্ট্রীয় নির্দেশনা থাকে। সেই নির্দেশনা মাফিক প্রশাসন পরিচালনা করতে হয়। কিন্তু সেই নির্দেশনাকে উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনীদের কোটা বাদ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর ডেপুটি কমান্ডার রবিউল ইসলাম, জেলা কমান্ডার ফরহাদ আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মুস্তারি জাহান লাভলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সন্তান কমান্ডের হাবিবুর রহমান হাবিব ।

অন্যান্যদের মধ্যে গোদগাড়ি থানা মুক্তিযোদ্ধা কমান্ডের অশোক কুমার চৌধুরী, মোহনপুর থানা কমান্ডের সিদ্দিকুর রহমান, মতিহার থানা কমান্ডের আব্দুল হান্নান, জেলা সদস্য আলতাপ মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।

মহানগর ও জেলা কমান্ডের পাশাপাশি রাজপাড়া, মতিহার, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ব্যানারে নেতারা উপস্থিত ছিলেন।



ঢাকা, ২৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ