Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

পার্লারে চুল স্ট্রেইট, পরীক্ষা দেয়া হল না ছাত্রীর!

প্রকাশিত: ৩ এপ্রিল ২০১৮, ১৮:১৫

পাবনা লাইভ : বিউটি পার্লারে গিয়ে এইচএসসি পরীক্ষা দেয়া হল না ছাত্রীর। পার্লারে ব্যবহৃত কেমিক্যালের পার্শ—প্রতিক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ওই এইচএসসি পরীক্ষার্থী পূজা দত্ত। তিনি ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের মানবিক শাখার ছাত্রী। পূজা দত্ত এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও তার প্রস্তুতি ভালো ছিল।

পূজার মা স্বপ্না রানী দত্ত জানান, পূজা সম্প্রতি পৌরসভার সাজিয়া বিউটি পার্লারে চুল স্ট্রেইট করতে যান। পার্লারের বিউটিশিয়ান তখন আমার মেয়ের মাথায় ক্ষতিকর কিছু কেমিক্যাল ব্যবহার করেন। ফলে পার্শ—প্রতিক্রিয়া দেখা দেয়। এতে পূজার মাথা ফুলে যায় এবং সে অস্বাভাবিক আচরণ করে। তারপরও পূজা বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ গ্রহনের জন্য হলে গিয়ে সীটে বসে কিন্তু মাথার যন্ত্রণায় সে পরীক্ষা দিতে পারেনি।

এ ব্যাপারে সাজিয়া বিউটি পার্লারের মালিক স্বপ্না খাতুন বলেন, পূজা আমার পার্লারে চুল স্ট্রেইট করেছিল কিন্তু তার মাথায় আমরা কোনো ক্ষতিকর কেমিক্যিাল ব্যবহার করিনি।

ঢাকা, ০৩ এপ্রিল (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ