Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২৩ নভেম্বার ২০১৬, ২১:৪৪

রাবি লাইভ: মায়ানমারে রোহীঙ্গাদের উপর বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্বদ্যালয় (রাবি) শিক্ষার্থীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করেন।

অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী শরিফুল হক পিয়াসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিসংখ্যান বিভাগের মাহমুদুল হাসান, ইতিহাস বিভাগের নাঈম রেজা, সমাজকর্মের মো. মাহফুজ, মার্কেটিং বিভাগের তায়েব প্রমুখ।

এসময় তারা বলেন, বন্যায় ভেসে আসা একটি হাতিকে বাঁচানোর জন্য কত আপ্রাণ চেষ্টা, কত মিডিয়া কভারেজ পায়, আরও কত কি। যখন প্যারিস হামলার মত কোন ঘটনা সংঘটিত হয় তখন সারা বিশ্ব যেন সরব হয়ে ওঠে। মনে হয় যেন প্রতিবাদ করার পাল্লায় নেমে পড়েছে সবাই।

প্রায় ৪ বছর ধরে মায়ানমারে শত শত রোহিঙ্গাদের পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কত নারীকে ধর্ষণ করে মারা হচ্ছে, প্রাণের ভয়ে দেশ থেকে পালিয়ে অধিকাংশ এখন সাগরে ভাসছে। অথচ তাদের ব্যাপারে কার্যকরি কোন পদক্ষেপ নিচ্ছে না।

বক্তারা আরও বলেন, প্রাণের ভয়ে রোহিঙ্গারা আজ দেশ থেকে পালিয়ে রাতের অন্ধকারে আমাদের দেশে আসছে একটু আশ্রয়ের জন্য। কিন্তু সরকারও তাদের দিকে দৃষ্টি দিতে চাচ্ছে না। প্রধানমন্ত্রী আমরা জানি আপনি মমতাময়ী সরকার। আপনি জানেন প্রিয়জন হারানোর কি যন্ত্রণা। সুতরাং তাদেরকে একটু আশ্রয় দিয়ে আপনি মানবতার পরিচয় দিন।

জাতিসংঘ, ওইসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

ঢাকা, ২৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ