Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

প্রেমের ফাঁদে মেডিকেল শিক্ষার্থী, টিভি উপস্থাপক শ্রীঘরে

প্রকাশিত: ২১ নভেম্বার ২০১৬, ০৫:০৬


মৃদুল ব্যানার্জি, ভ্রাম্যমান প্রতিনিধি, বগুড়া: প্রেম। মানে না কোন বাঁধা। জাত-কুল সবই এখানে অচল। কিন্তু সমস্যা হয় তখনই যখন এটি রুপ নেয় প্রতারণার। সুযোগ বুঝে নিজের সুবিধাটা নিয়ে চম্পট দেয় যখন, তখনই শুরু হয় মামলা আর হামলা। এই প্রেমের কারণে অনেকেই বাবা- মার আদর সোহাগ ভুলে যায়। কেউ বা মা-বাবাকে ভূলে প্রেমিকার হাত ধরে দুর- বহু দুরে চলে যায়। এমনি এক ঘটনার নায়ক সাইফুল মাহমুদ।

সময় টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক। একই সঙোগ তিনি সংবাদ উপস্থাপক। ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ পড়ুয়া ৫ বর্ষের এক হিন্দু ছাত্রীর সঙ্গে। দিনে দিনে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। প্রেমের টানেই একসময় ওই ছাত্রী ঢাকায় যায় তার সঙ্গে সাক্ষাৎ করতে। যথারীতি সাক্ষাৎ হয়।

সাইফুল এক পর্যায়ে ওই তরুণীকে ধর্মান্তরিত করে বিয়েও করেন। সাইফুল কৌশলে তাদের গোপন মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেন। ধর্মের বৈপরিত্যের কারণে মেয়ের পরিবার ওই বিয়ে মেনে নেয়নি। সময়ের ব্যবধানে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পরে সাইফুল গোপনে ধারণ করা ছবিগুলো ফেসবুকে আপলোড করেন।

এতে সম্মানহানির অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে ওই তরুণী বগুড়া সদর থানায় মামলা করেন। মামলার সূত্রধরে বগুড়ার পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করে বগুড়ায় আনেন সাইফুলকে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সাইফুল এখন বগুড়ার কারাগারে। গ্রেপ্তারকৃত সাইফুল মাহমুদ চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার বরুরকান্দি গ্রামের আবুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে আরো জানা যায়, প্রায় ৬ মাস আগে সামাজিক মাধ্যম ফেসবুকের মাধ্যমে টিএমএসএস মেডিকেল কলেজছাত্রীর সঙ্গে সাইফুলের পরিচয় হয়। এরপর সাইফুল ওই ছাত্রীকে ঢাকায় ডাকেন। গত ২১শে সেপ্টেম্বর ঐ ছাত্রী ঢাকায় যাবার পর সাইফুলে সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর সাইফুল কৌশলে ঐ ছাত্রীকে তার বাসায় নিয়ে যান। সেখানে যাবার পর ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আপত্তিকর ছবি তুলে তাকে আটকে রাখেন। একপর্যায়ে ওই ছাত্রী পরীক্ষার কথা বলে ১৮ই অক্টোবর বগুড়ায় চলে আসেন। বগুড়ায় আসার পর সাইফুল নানাভাবে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। জোরপূর্বক তোলা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকি দেন।

পরে নিজের নিরাপত্তা চেয়ে ঐ ছাত্রী গত ২৪শে অক্টোবর বগুড়া সদর থানায় যোগাযোগ করলে পুলিশের পরামর্শে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরও চলতি মাসের ৭ই নভেম্বর সাইফুল ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে তোলা আপত্তিকর ছবি ও নানা তথ্য ফেসবুকসহ কয়েকটি ব্লগ ও অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দেন। ফলে ঘটনার শিকার টিএমএসএস মেডিকেল কলেজের ওই ছাত্রী ১১ই নভেম্বর সাইফুল মাহমুদের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায়’ ব্লগ ও ফেসবুকে আপত্তিকর ছবি-তথ্য প্রকাশের দায়ে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই ওয়াদুদসহ পুলিশের একটি টিম রাজধানী ঢাকায় যায়। তাকে ঢাকার রূপনগর এলাকার ইস্টার্ন হাউজিং-এর একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই (উপ-পরিদর্শক) ওয়াদুদ শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ওসি এমদাদ হোসেন ক্যাম্পাসলাইভকে জানান, ফেসবুকে আপত্তিকর ছবি প্রকাশ করার অপরাধে সাইফুল মাহমুদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক ও সংবাদ উপস্থাপক বলে পরিচয় দিয়েছেন।

ওসি বলেন, আমরা সব কিছু খতিয়ে দেখছি। আইনের বাইরে কোন কিছু করার সুযোগ নেই আমাদের।

 

ঢাকা, ২০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// এএম


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ