Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

এসএসসি পরীক্ষায় যাওয়ার পথে বাবাসহ দুই ছাত্র নিহত

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০১৮, ১৮:৫২

রাজশাহী লাইভ : পুঠিয়ায় এসএসসি পরীক্ষায় যাওয়ার সময় বাবাসহ দুই ছাত্র নিহত হয়েছে। এনিয়ে শোকের ছায়া বিরাজ করছে উপজেলাজুড়ে। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পুঠিয়া পিএন উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান (১৭), মোস্তাফিজুর রহমান (১৭) ও মোস্তাফিজের বাবা মোটরসাইকেলচালক আবদুল মোমিন (৪০)।

স্থানীয়রা জানান, উপজেলার তেলিপাড়া থেকে সকালে আবদুল মোমিন তার ছেলে মোস্তাফিজকে নিয়ে এসএসসি পরীক্ষা দেয়ার জন্য পরীক্ষা কেন্দ্র বানেশ্বরের ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। পথে আরেক পরীক্ষার্থী তারাপুরের কাবিল হোসেনের ছেলে রাকিবকে মোটরসাইকেলে তুলে নেন। এর পর মোটরসাইকেলটি রাজশাহী-নাটোর মহাসড়কে ওঠার পর নাটোরগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুঠিয়া স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ