Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রাবির সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৯ নভেম্বার ২০১৬, ০০:৫৪

রাবি লাইভ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দশম সমাবর্তন প্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের ব্যনারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা সমাবর্তন ফি ৩ হাজার ৫৭০ টাকা থেকে কমিয়ে ২ হজার টাকা করার দাবি জানান।

বক্তারা বলেন, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্বপ্ন থাকে একাডেমিক জীবন শেষে সমাবর্তনের মাধ্যমে সনদপত্র হাতে পাওয়া। চলতি বছরের ডিসেম্বর মাসের ২৪ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১০ম সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার ৫৭০ টাকা ধার্য করা হয়েছে যা অযৌক্তিক এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক অনেক বেশি।

তারা বলেন, অনেক শিক্ষার্থীই দেশের অন্যতম এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সনদপত্র পাওয়ার জন্য এত টাকা দিয়ে রেজিষ্ট্রেশন করার পক্ষে নয়। কারণ অংশ গ্রহণে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এখনও বেকার, পরিবার থেকে টাকা পয়সা নিয়ে চাকরির জন্য লেখাপড়া চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

ঢাকা, ১৮, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ