Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ১৩ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

দুদকের মামলায় রাবির চাকরিচ্যুত কর্মচারী গ্রেফতার

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বার ২০১৬, ০৯:২৪

রাবি লাইভ: চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় খালিদ হোসেন নামের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চাকরিচ্যুত এক কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে সংস্থাটির সহকারী পরিচালক রাশেদুল ইসলামের নেতৃত্বে নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম জানান, আক্কাস আলী নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন, রাবির সাবেক কর্মচারী খালিদ হোসেন তার ছেলেকে চাকরি দেয়ার নাম করে নয় লাখ টাকা আত্মসাৎ করেছেন। তদন্তের পর সোমবার দুদকের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম বাদী হয়ে খালিদ হোসেনের বিরুদ্ধে নগরীর মতিহার থানায় প্রতারণার মামলা দায়ের করেন। একই দিন দুপুরে দুদকের একটি দল নগরীর ভেরিপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

নগরীর মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে খালিদ হোসেনের বিরুদ্ধে থানায় মামলা করেছে দুদক। তারাই এই ঘটনার তদন্ত করেছে এবং আসামীকে আদালতে সোপর্দ করেছে।

উল্লেখ্য, এর আগে চাকরি দেয়ার নাম করে অর্থ আত্মসাতের প্রমান পাওয়ায় সিন্ডিকেটের ৪৫৪তম সভায় শহীদ জিয়াউর রহমান হলের সাবেক এই কর্মচারীসহ পাঁচজনকে চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমআইএন//রাবি, ২৬ সেপ্টেম্বর, (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এফআর


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ