Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে রাবিতে পতাকা মিছিল

প্রকাশিত: ১৭ নভেম্বার ২০১৬, ২১:১১

 



রাবি লাইভ: সুন্দরবনের অদূরে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে দেশব্যাপি আন্দোলনের অংশ হিসাবে পতাকা মিছিল করেছে বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ফেডারেশন ।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির টেন্ট থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পূর্বের স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি কিংশুক কিঞ্জলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তমাশ্রী দাসের সঞ্চালণায় এসময় বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর শাখার আহবায়ক রূপশ বিন সালাম।

এছাড়া অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর, বিপ্লবী ছাত্রমৈত্রির দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় তারা অবিলম্বে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চুক্তি বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সকলকে সক্রিয় অংশগ্রহনের আহবান জানান।


রাবি, ১৭ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ