''মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাবেই রোহিঙ্গা প্রত্যাবসন সম্ভব হচ্ছেনা''
Published: 2020-11-15 00:13:14 BdST, Updated: 2021-01-22 22:39:10 BdST
রাবি লাইভ: পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, বাংলাদেশ প্রতিবেশি রাষ্ট্রের সোথে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। সেই সাথে মানবিকতায় সবার শীর্ষে বাংলাদেশ। সারা বিশ্ব যখন রোহিঙ্গা ইস্যুতে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের নয় এটা পুরো বিশ্বের। মিয়ানমার সরকারের সদিচ্ছার অভাবেই রোহিঙ্গা প্রত্যাবসন সম্ভব হচ্ছেনা বলে মন্তব্য করেন মন্ত্রী।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে রাবি প্রশাসনের আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
অন্যদিকে আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন অত্যন্ত পরিপক্ব রাজনীতিবিদ দাবি করে তিনি বলেন, আমেরিকা সব সময় মানবাধিকারকে অনেক বেশি গুরুত্ব দেয়। এই সরকার জলবায়ু নিয়ে কাজ করবেন বলে ইতিমধ্যই ঘোষনা দিয়েছেন।
বাইডেন দায়িত্ব নেয়ার পর বিশ্বে কোন ধরনের যুদ্ধ বা ধ্বংসাত্মক কার্যক্রম হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তাছাড়া ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের কার্যক্রমে বাইডেন সরকার বাংলাদেশকে সহায়তা করবে বলে মনে করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
ঢাকা, ১৪ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এআইটি