রাবির সাবেক ভিসি প্রফেসর আলতাফ হোসেন আর নেই
Published: 2020-11-05 13:56:22 BdST, Updated: 2021-01-19 15:55:16 BdST

রাবি লাইভঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য, বিশিষ্ট প্রাণিবিদ্যাবিদ ও প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আলতাফ হোসেন আর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় চাঁপাইনবাবগঞ্জের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজা নামাজ বাদ জোহর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চাঁপাইনবাবগঞ্জ চাঁদলাই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, প্রফেসর আলতাফ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য ছিলেন। তিনি ৫জুন ২০০৫থেকে ১৬মে ২০০৮ পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করেন।
ঢাকা, ০৫ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমজেড