Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সিকৃবিতে জাতীয় ফটোগ্রাফিক প্রদর্শণী

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ২২:৪৮

 

সিকৃবি লাইভ: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় ফটোগ্রাফিক প্রদর্শণী চলছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে কেন্দ্রীয় গ্রন্থাগারের নীচতলায় তিনদিন ব্যাপি এই প্রদর্শণী চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।

এর আগে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। ক্যাম্পাস ফটোগ্রাফার সাথে নিয়ে বেলুন উড্ডয়ন, ফিতা কাটা এবং সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ভিসি প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আবুল কাশেম, রেজিস্ট্রার মো: বদরুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, লাইব্রেরিয়ান সুবীর পালসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টাগন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিসি বলেন, “বিশ্ববিদ্যালয়ে এরকম প্রদর্শণী এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। আমাদের ছাত্র-ছাত্রীদের মধ্যে এরকম সাংগঠনিক প্রতিভা দেখে সত্যিই বিমোহিত। পড়ালেখার পাশাপাশি এরকম কাজ তাদের জীবনের পরবর্তী সময়ে ভাল কিছু করার পাথেয় হিসেবে কাজ করবে”।

এদিকে রবিবার বেলা বারটায় সিকৃবি কেন্দ্রীয় মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে পাঠানো ছবি থেকে সেরা ছবিগুলোর ফটোগ্রাফারদের পুরস্কৃত করেন ভিসি প্রফেসর ড. মো: গোলাম শাহি আলম।

সিকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি সৌমিক দেব জানান, এই প্রদর্শনীর জন্য সারা দেশ থেকে প্রায় ৩ হাজারেরও বেশি ছবি জমা পড়েছিলো। তার মধ্য থেকে ৯৭টি ছবি প্রদর্শনীর জন্য বাছাই করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফানুশ উৎসবের মধ্য দিয়ে উক্ত প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে।


ঢাকা, ১০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ