Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

জাককানইবি’তে চলছে ভর্তি উৎসব

প্রকাশিত: ১০ ডিসেম্বার ২০১৭, ২০:৪৩


জাককানইবি লাইভ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম রবিবার থেকে শুরু হয়েছে । মেধাতালিকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে সাক্ষাতকারের মাধ্যমে ভর্তি হচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে অভিভাবকসহ শিক্ষার্থীরা এসেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

ভর্তি হতে আসা শিক্ষার্থী সানজিদা আক্তার জানান, স্বপ্নের কাম্পাসে ভর্তি হওয়ার অনুভুতি অন্য রকম, অনেক ব্যস্ততার মধ্য দিয়ে ভর্তি হয়েছি। আজ থেকে আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

অভিভাবক মোখলেছুর রহমান জানান, ছেলেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে অফিস থেকে ছুটি নিয়ে এসেছি। দেশের স্বনামধন্য বিদ্যপীঠে সন্তান কে মানুষ হবার জন্য রেখে গেলাম।
এই দিকে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের স্বাগত ও ভর্তিসংক্রান্ত, আবাসন, পরিবহণ সংক্রান্ত নানা বিষয়ে সহযোগিতা করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহিদুল কবীর জানান, নবীন শিক্ষার্থীরা উৎসব ও আনন্দনিয়ে ভর্তি হচ্ছে। নবীন শিক্ষার্থীদের আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব জানান, নবীন শিক্ষার্থীরা আমাদের ভাই, বোন। তারা আমাদের নতুন প্রজন্ম। ভবিষ্যতে কাম্পাসের সুনামবয়ে আনার জন্য নবীনদের ভুমিকা ব্যাপক রয়েছে।

উল্লেখ্য যে, ভর্তি পরীক্ষায় এএল ও এপি ইউনিটের মেধা তালিকা থেকে ১০ থেকে ১৩ ডিসেম্বর, সিডি ইউনিটে মেধা তালিকা থেকে ১০ থেকে ১৩ ডিসেম্বর এবং বি ইউনিটের মেধা তালিকা থেকে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বর ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এছাড়া মেধা তালিকা থেকে ভর্তি শেষ হলে আসন খালি থাকা সাপেক্ষে এএল, এপি, বি, সি, ডি ইউনিটের অপেক্ষমান তালিকা থেকে আগামী ২০-২১ ডিসেম্বর থেকে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।


ঢাকা, ১০ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ