Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে সিন্ডিকেট নির্বাচনের প্রার্থীদের তালিকা

প্রকাশিত: ৭ ডিসেম্বার ২০১৭, ২৩:৪৩

 

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও নির্বাচনের রিটার্নিং অফিসার মুহাম্মদ ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে সিন্ডিকেটের দুইটি পদের বিপরীতে ৬ জন এবং একাডেমিক কাউন্সিলের চারটি পদের বিপরীতে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ১১ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং একই দিন চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২১ ডিসেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামীলীগ পন্থী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঊদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেলে সিন্ডিকেট পদে শাবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. সৈয়দ সামসুল আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মস্তাবুর রহমান এবং একাডেমিক কাউন্সিলের পদে অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসাইন, ড. আসিফ ইকবাল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সুব্রত দাশ, মো. সাইফুল ইসলাম প্রতিদ্বন্দিতা করবেন।

আওয়ামীলীগের আরেক অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেলে সিন্ডিকেট পদে সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জহির বিন আলম, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এ এইচ এম বেলায়েত হোসেন এবং একাডেমিক কাউন্সিল পদে অ্যাসোসিয়েট প্রফেসর মো. সেকান্দর আলী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ জাবেদ কায়সার ইবনে রহমান, মোহাম্মদ সাইফুল আলম আমিন প্রতিদ্বন্দিতা করবেন।

এছাড়া বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’ প্যানেলে সিন্ডিকেট পদে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন এবং একাডেমিক কাউন্সিল পদে অ্যাসোসিয়েট প্রফেসর ড. পাবেল শাহরিয়ার, ড. ওয়াহিদ উজ্জামান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সোবহানা তানজিমা আতিক, মো. মতিয়ার রহমান প্রতিদ্বন্দিতা করবেন।

উল্লেখ, বিশ্ববিদ্যালয়ের সংবিধানে দুই বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে র্দীঘদিন ধরে নিবাচর্ন অনুষ্ঠিত হয়নি। সর্বশেষ ২০১২ সালের এপ্রিলে সিন্ডিকেট নির্বাচন অনুষ্ঠিত হয়।

ঢাকা, ০৭ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ