Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ৫ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে ‘জিডিএন’র ৩য় কার্যনির্বাহী কমিটি গঠিত

প্রকাশিত: ৩ ডিসেম্বার ২০১৭, ২০:০৩



শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘গ্র্যাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট (জিডিএন-সাস্ট)’ এর তৃতীয় কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তৌফিক রহমানকে সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অরুপ রতন পাল সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন। শনিবার সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৫ নভেম্বর জিডিএন সাস্ট আয়োজিত "সেমিনার অন থিসিস রাইটিং" অনুষ্ঠান শেষে সংগঠনটির পূর্বের সভাপতি দীপাশ্রী ভৌমিক নতুন কার্যকরী কমিটির ঘোষণা করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (প্রোগ্রাম) সুমাইয়া (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ৪র্থ বর্ষ) ও সহ-সভাপতি (ইন্টারনাল এফেয়ার্স এন্ড কমিউনিকেশন) শ্রাবণী আকতার ইভা (জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, ৪র্থ বর্ষ), সহ-সাধারণ সম্পাদক মাহমুদ ইবনে সাদিক (সিইই, ৩য় বর্ষ), কোষাধ্যক্ষ আশরাফ উল্লাহ (সিইই,৩য় বর্ষ), সহ-কোষাধ্যক্ষ রেহেনা বেগম (পিএসএস ৩য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম (আইপিই ৩য় বর্ষ), সহ-সাংগঠনিক সম্পাদক , ওয়াহিদুর রহমান (পিএমই ২য় বর্ষ) ও মোঃ সাখাওয়াত হোসেন (এফইটি ২য় বর্ষ), শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সম্পাদক ইফফাত মেহজাবীন কামালী (পিএমই ৩য় বর্ষ), শিক্ষা ও দক্ষতা উন্নয়ন সহ-সম্পাদক বেলাল হোসাইন (এফইটি ২য় বর্ষ), জুবায়ের খান (এফইটি ১ম বর্ষ) ও মিনহাজুল ইসলাম (আইপিই ১ম বর্ষ), দপ্তর সম্পাদক হাসিব সুলতান জিসান (অর্থনীতি, ৩য় বর্ষ), দপ্তর সহ-সম্পাদক সাকিব আল মাহমুদ (এফইটি ২য় বর্ষ), যোগাযোগ সম্পাদক নাফিসা রফিক (আইপিই ২য় বর্ষ), যোগাযোগ সহ-সম্পাদক মুহাম্মদ জাওয়াদ (আইপিই ১ম বর্ষ), সৌমেন দাশ (পিএমই ১ম বর্ষ), আল আমিন সরকার (গণিত ১ম বর্ষ) ও জুবায়ের সিদ্দীক অতনু (পিএমই ১ম বর্ষ), প্রকাশনা সম্পাদক সুধীন্দ্র নাথ বিশ্বাস (সিইই ২য় বর্ষ), প্রকাশনা সহ-সম্পাদক জিলহাজ সিয়াম (পিএমই ১ম বর্ষ), সৈয়দ সাইদুর রহমান (পিএমই ১ম বর্ষ) ও ওমর ফারুক সাফওয়ান (আইপিই ১ম বর্ষ), মিডিয়া ও প্রচার সম্পদক খালেদা আকতার (পিএমই ২য় বর্ষ), সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক সনাতন সুশীল (আইপিই, ১ম বর্ষ), সামীন সাইফ (পিএমই১ম বর্ষ), সাইমুন বশীর (অর্থনীতি ১ম বর্ষ) ও অনিক মজুমদার (সিইই১ম বর্ষ), এক্সিকিউটিভ মেম্বাররা হলেন রাহাত আহমেদ (সিইই ৩য় বর্ষ), সৌমিক আহমেদ (সি ই ই ৩য় বর্ষ), নাজিব হাসান (পিএমই ১ম বর্ষ), নাকিব উদ্দিন (সিইপি ১ম বর্ষ), রিভা রহমান (পিএমই ১ম বর্ষ), তৌফিক তুহীন (সিইই ১ম বর্ষ), ইমতিয়াজ আহমেদ (মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ১ম বর্ষ) ওসাব্বির আহমেদ (জিইই ১ম বর্ষ)।

সংগঠনটির পুর্বের সভাপতি দীপাশ্রী ভৌমিক নতুন কমিটির সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন ‘আশাকরি, নতুন কমিটির সবাই এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাবে এবং ক্যাম্পাসে যুগোপযোগী প্রোগ্রামের আয়োজন করবে”।

সংগঠনটির বর্তমান সভাপতি তৌফিক রহমান বলেন "আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সফলভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করবো। আশা করি জিডিএন সাস্ট ভবিষ্যতে ও পূর্বের ধারা বজায় রেখে সাস্ট এবং সিলেটের শিক্ষার্থী দের জন্য কাজ করে যাবে।" এ জন্য তিনি সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ‘আত্মোন্নয়ন’ শ্লোগানকে ধারণ করে শিক্ষার্থীদের ছাত্রজীবন ও কর্মজীবনের মাঝে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে এ সংগঠনটি ।

 

ঢাকা, ০৩ ডিসেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ