Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে এফইটি বিভাগের নবীনবরণ

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৭, ০৩:০৫


শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের ১৩তম ব্যাচের নবীণবরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এফইটি বিভাগের ১২তম ব্যাচের সহযোগিতায় বিভাগের সমিতি এই নবীনবরণের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। নবীণবরণ অনুষ্ঠানে এফইটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসের ড. ইফতেখার আহমদের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টির স্থান। আমি আশা করি শিক্ষা ও গবেষণার মাধ্যমে এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের খাদ্য সেক্টরে বিশেষভাবে অবদান রাখবে। আর আমি এই বিভাগের সার্বিক সফলতা কামনা করছি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ফলিত বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. আবুল মুকিত মো: মোকাদ্দেছ, এফইটি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক, অ্যাসোসিয়েট প্রফেসর ড. রওশন আরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো: মনির হোসেন ও এফইটি সমিতির ভিপি মাইনুল রায়হান।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এফইটি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড.ওয়াহিদুজ্জামান, মো: বেলাল হোসেন সিকদার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. জহুরুল ইসলাম জহির, রহমাতুজ্জামান রানা, মো: আফজাল হোসেন, কামরুন্নাহার মোনালিসা, লেকচারার মো: ইয়াসিন, এস এম সায়েম, শাফায়াত আহমেদ শুভ ও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ