Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু

প্রকাশিত: ২৯ নভেম্বার ২০১৭, ০০:৩৭

 

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি কার্যক্রম আগামী সোমবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হবে। ভর্তি কার্যক্রম সম্পর্কিত নোটিশ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে।

ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড. আবদুল গনি ক্যাম্পাস লাইভকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি সম্পর্কিত নোটিশ প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির বিষয়টি অতি শীঘ্রই জানানো হবে। আগামী বছরের জানুয়ারিতেই নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানান তিনি।

আগামী ১১ ডিসেম্বর সোমবার সকাল ৯টা থেকে ‘বি’ ইউনিটভুক্ত ‘বি-১’ গ্রুপের মেধা তালিকায় স্থান পাওয়া ১-৬০০ পর্যন্ত ভর্তিচ্ছু এবং ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯টায় একই ইউনিটের ‘বি-১) গ্রুপের ৬০১-১১২৩ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।

মঙ্গলবার দুপুর ২ টায় ‘বি-২’ গ্রুপের ১-৩০ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে। একই দিন বিকাল ৩টা থেকে ‘বি-১’ ও ‘বি-২’ ইউনিটের অধীনে মেধাতালিকায় স্থান পাওয়া সব ধরনের কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

আগামী ১৩ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগে মেধা তালিকায় ১-২১৭ পর্যন্ত এবং সকাল ১১টায় মানবিকের মেধা তালিকায় ১-৩১০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।

১৭ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে বাণিজ্যের মেধা তালিকার ১-৮৩ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। একই দিনে সকাল ১১টা থেকে ‘এ’ ইউনিটের অধীনে সব ধরনের কোটায় মেধাতালিকায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

সাক্ষাৎকার ও ভর্তির সময় শিক্ষার্থীদের এডমিট কার্ড (ভর্তি পরীক্ষা), এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট এবং ৬৮৫০ টাকা সাথে নিয়ে আসতে হবে।

কোটায় ভর্তি হতে ইচ্ছুক মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। প্রার্থীদের প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রর ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সঙ্গে আনতে হবে। ভর্তি কার্যক্রমের পরে আসন খালি থাকলে ভর্তি কমিটির বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি জন্য ডাকা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর শনিবার শাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu/admission) এবং ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।

 

 

ঢাকা, ২৮ নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমআই


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ