Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শনিবার, ১৮ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবিপ্রবিতে স্নাতক গণিত অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু

প্রকাশিত: ১৩ নভেম্বার ২০১৬, ২১:৪৭

শাবিপ্রবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে এবং শাবিপ্রবি গণিত সমিতির সার্বিক সহযোগিতায় ‘বাংলাদেশ গণিত সমিতি এর "এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন" ৮ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

এই রেজিস্ট্রেশন চলবে আগামী ২৫ নভেম্বর শুক্রবার পর্যন্ত এবং আগামী ০৯ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের শীর্ষ দশ প্রতিযোগী (কমপক্ষে একজন নারীসহ) আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ গ্রহণের সুযোগ পাবেন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সিলেট অঞ্চলের অলিম্পিয়াডে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভিবাজার, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের (বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধিভূক্ত ডিগ্রী কলেজ) গণিত, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভাগ/ডিসিপ্লিনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।

একজন করে তত্ত্বাবধায়ক শিক্ষকের তত্ত্বাবধানে আয়োজক শাবিপ্রবির গণিত বিভাগ থেকে সর্বোচ্চ বিশজন এবং শাবিপ্রবির অন্যান্য বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি বিভাগ/ডিসিপ্লিন থেকে সর্বোচ্চ দশজন শিক্ষার্থী অলিম্পিয়াডে অংশ গ্রহণের সুযোগ পাবেন। অংশগ্রহণে আগ্রহী সকল শিক্ষার্থীকে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

পরবর্তীতে রেজিস্ট্রেশনকৃতদের মধ্য থেকে আগামী ৩০ নভেম্বরের পূর্বে তাদের সংশ্লিষ্ট বিভাগ/ডিসিপ্লিন ও আয়োজক কমিটি কর্তৃক মনোনীত শিক্ষার্থীদেরকেই কেবল অলিম্পিয়াডে অংশ গ্রহণের সুযোগ দেয়া হবে। প্রতিযোগীর সংখ্যা বৃদ্ধি বা হ্রাস সম্পর্কিত যে কোন সিদ্ধান্ত নেয়ার অধিকার আয়োজক কমিটির রয়েছে।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করতে হবে শাবিপ্রবি গণিত সমিতির ওয়েবসাইটঃ sustmathsociety.org এ।

বিশেষ প্রয়োজনে মুঠোফোনে যোগাযোগ করা যাবে- আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম (০১৯১৯০৬৪৫৫৫) এবং সদস্য সচিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. পাবেল শাহরিয়ার (০১৭১১৪৫২০৭১) এর সাথে।


ঢাকা, ১৩, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)// আইএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ