Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শাবি অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী

প্রকাশিত: ১১ নভেম্বার ২০১৬, ০৩:০৯

শাবি লাইভ: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অর্থনীতি বিভাগের প্রথম পুনর্মিলনী ২৭-২৮ জানুয়ারী অনুষ্ঠিত হবে। অর্থনীতি সমিতি এ পুনর্মিলনীর আয়োজন করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মনির উদ্দিন আহমেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন অর্থনীতি সমিতির সহ সভাপতি ইশরাত সাদিয়া, সাধারণ সম্পাদক সাবরিনা মুস্তাবিন জায়গীরদার, সিনিয়র সদস্য নওশাদ ইবনে নবী জিসান প্রমুখ।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মনির উদ্দিন আহমেদ লিখিত বক্তব্যে জানান, প্রতিষ্ঠাকালীন সময় ১৯৯১ সাল থেকেই নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম শুরু করে কালের আবর্তে ২৬টি বছর পার করে ২৭তম বর্ষে পদার্পন করতে চলেছে বিভাগটি।

কালের পরিক্রমায় ২১টি ব্যাচের সহস্রাধিক গ্রাজুয়েট দেশ বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে শাবি ও অর্থনীতি বিভাগের প্রতিনিধিত্ব করে চলেছেন সাফল্যের সঙ্গে। নবীন প্রবীণের মেলবন্ধন আরো দৃঢ় করতে তাই এ পুনর্মিলনীর আয়োজন করেছে অর্থনীতি সমিতি।

পুনর্মিলনী আনুষ্ঠান আয়োজনে সহযোগী হিসেবে থাকছে ইউএস বাংলা এ্যায়ারলাইন্স, ঢাকা রিজেন্সি হোটেল, ওসেন প্যারাডাইস কক্সবাজার, হোটেল আগ্রাবাদ চট্টগ্রাম, এক্সেল সিউর রিসোর্ট সিলেট, কাঠমুন্ডু নমস্তে এভিয়েশন, টুয়েলভ ইভেন্টস, বেস্ট ইন ব্রান্ড।

দু’দিন ব্যাপি অনুষ্ঠানে র‌্যালি, অ্যালামনাই কমিটি গঠন, কনসার্ট, খেলাধুলা, সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ এবং সবার অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

পুনর্মিলনীর রেজিস্ট্রেশন গত ৮ নভেম্বর থেকে শুরু হয়েছে। শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। পুনর্মিলনীতে অংশ নিতে সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে শাবি শাখায় পাঠানো যাবে। যারা সোনালী ব্যাংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফী দিবে তাদেরকে অবশ্যই অর্থনীতি বিভাগে সংরক্ষিত রেজিস্ট্রেশন ফর্মে রেজিস্ট্রেশন করতে হবে।

অন্য দিকে DBBL এর রকেট এর মাধ্যমেও প্রেরণ করা যাবে। পুনর্মিলনীর বিস্তাারিত বিভাগের ওয়েবসাইট ecosust.edu.bd তে পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন ফী ১ম - ১০ম ব্যাচ পর্যন্ত ২৫০০ টাকা, ১১তম - ১৩তম ২০০০ টাকা, ১৪তম - ১৬তম ১০০০ টাকা, ১৭তম - ২০তম ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এছাড়াও অংশগ্রহণকারীদের স্বামী/স্ত্রী দের রেজিস্ট্রেশন ফী ব্যাচ অনুযায়ী এবং সস্তানদের জন্য ১০০ টাকা ধার্য করা হয়েছে।


ঢাকা, ১০, নভেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//আইএইচ

 

 

 

 


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ