Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | রবিবার, ১৯শে মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

সংখ্যালঘুদের ওপর হামলা : শাবি শিক্ষক সমিতির সমাবেশ

প্রকাশিত: ৯ নভেম্বার ২০১৬, ০৫:৫৯

শাবি লাইভ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করে শাবি শিক্ষক সমিতি।
এতে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসরু সৈয়দ সামসুল আলম বলেন, ১৯৭১ সালে একটি অসাম্প্রদায়িক দেশ গড়তেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। যুদ্ধে শুধুমাত্র কোনো নির্দিষ্ট ধর্মের মানুষ অংশগ্রহণ করেনি। জš§গতভাবেই সকল ধর্মের লোক এই দেশে সমান অধিকার রাখে। কিন্তু দেশে ঘাপটি মেরে বসে থাকা কিছু দূর্বৃত্ত বিভিন্ন সময় সুযোগ খোঁজে বিভিন্ন সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে আসছে। প্রশাসনের ভিতরেই এই ধরনের লোক আছে যারা বিভিন্ন সাম্প্রদায়িক কর্মকাণ্ডে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সহ-সভাপতি প্রফেসর ড. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বী, কোষাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মস্তাবুর রহমান, প্রফেসর ড. আখতারুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল আওয়াল বিশ্বাস, প্রফেসর ড. আব্দুল গনি প্রমুখ।

ঢাকা, ০৮ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ