Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

শেকৃবি ছাত্রলীগ নেতার সেই ভিডিও ভাইরাল!

প্রকাশিত: ৩ অক্টোবার ২০১৭, ০৮:৪৫

লাইভ প্রতিবেদক : শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিলাস চন্দ্র পালের একটি আস্ফালনের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে তাকে তরুণীদের সঙ্গে নাচানাচি ও উল্লাস করতে দেখা গেছে। একপর্যায়ে তিনি হুংকার ছাড়েন, মসজিদ উঠায়ে দাও, মসজিদ কিসের। সব থাকবে মন্দির। ফেইসবুক লাইভে তিনি এমন আস্ফালন দেখান। পরে তোপের মুখে লাইভ ভিডিওটি তার টাইমলাইন থেকে দেয়া হয়। তবে সেটি ইতিমধ্যে ফেইসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

এঘটনায় ওই ছাত্রলীগ নেতাকে ছাত্রলীগ তথা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ প্রশ্ন তুলছে ছাত্রলীগের গুরুত্বপূর্ন পদে থেকে তিনি কিভাবে এসব মৌলবাদী চিন্তা-চেতনা ধারণ করেন?

উল্লেখ্য, বিলাস চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের মাস্টাসের্র ছাত্র। বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। এর আগেও বিভিন্ন সময় তিনি ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন বলে সাধারন শিক্ষার্থীদের কাছে জানা যায়।

এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিলাস চন্দ্র পালকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। তবে শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে দাবি উঠেছে শুধু ছাত্রলীগ থেকে নয় বিশ্ববিদ্যালয় থেকে বিলাসকে বহিষ্কার করতে হবে। সেইসঙ্গে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভিডিওটি দেখুন :


ঢাকা, ০৩ অক্টোবর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//সিএস


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ