Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | সোমবার, ৬ই মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে ‘বিএসসি ফিশারিজ ডিগ্রী মানোন্নয়নের পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বার ২০১৭, ২২:২৪


লাইভ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রী মানোন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় সম্মেলন ভবনে মৎস্য বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত হেকাপ প্রকল্পের আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোঃ আলী আকবর।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ জসিমউদ্দিন খান, বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মোঃ ছোলায়মান আলী ফকির, বিএফআরআই এর মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।


কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী । শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড মুহাম্মদ শহীদুল হক, প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বলেন, আমি আশা করছি মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে।


নতুন প্রজন্মের স্বার্থে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের কোর্স কারিকুলা আধুনিকায়নের কোন বিকল্প নাই। পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ ,গবেষক,খামারীগণ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভিন্ন বিভাগের প্রধান , বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

 

ঢাকা, ২৬ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ