Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

বাকৃবিতে শুরু হয়েছে দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসব

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বার ২০১৭, ০২:২৯

 

লাইভ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুরু হয়েছে দেশের প্রথম কৃষি বিতর্ক উৎসব। শুক্রবার বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি বাকৃবির ভিসি প্রফেসর ড. মো. আলী আকবর। 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের  (বিএফআরআই) মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ । 

উদ্বোধনের পরে র‌্যালি বের করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয় র‌্যালিটি। এরপর  সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।  

বিতর্ক উৎসবে বাকৃবিসহ কৃষি ভিত্তিক সরকারি ও বেসরকারি মোট ১০টি বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করেছে। দুদিন ব্যাপী ওই বিতর্ক উৎসবের আয়োজন করেছে বাকৃবি ডিবেটিং সংঘ (বাউডিএস)। 

প্রথম কৃষি বিতর্ক উৎসবে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি, শেরে-ই বাংলা কৃষি, সিলেট কৃষি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, এক্সিম ব্যাংক কৃষি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালকালচার অ্যান্ড টেকনোলজি, খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মো. আলী আকবর বলেন, বিতর্ক এমন একটি বিষয়, যা করতে প্রচুর জ্ঞানের প্রয়োজন হয় ও মেধার বিকাশ ঘটে। তিনি বিতার্কিকদের মানুষের কল্যাণে কাজে লাগে এমন কৃষিবিষয়ক বিতর্ক করার আহ্বান জানান।

বাকৃবি ডিবেটিং সংঘের (বাউডিএস) সভাপতি প্রফেসর ড. মো. মনিরুজ্জামান বলেন, এ ধরনের কৃষিভিত্তিক বিতর্কের মাধ্যমেই দেশের বিভিন্ন কৃষিবিষয়ক অমীমাংসিত বিষয়সমূহের সমস্যা সমাধানের পথ বের করা সম্ভব।

 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//এমএইচ


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ