Azhar Mahmud Azhar Mahmud
teletalk.com.bd
thecitybank.com
livecampus24@gmail.com ঢাকা | বুধবার, ৮ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১
teletalk.com.bd
thecitybank.com

ঢাবির ভর্তি পরীক্ষায় ছাত্রীদের দুই কান উন্মুক্ত রাখার নির্দেশ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বার ২০১৭, ০৬:৪৬

ঢাবি লাইভ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো আখতারুজ্জামান বলেছেন, ভর্তি পরীক্ষায় কোনো প্রকার জালিয়াতি, অসদুপায় এবং অনিয়ম বরদাশত করা হবে না। এসময় তিনি অসদুপায় বন্ধে ছাত্রীদের ঘোমটা নয় দুই কান উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ কথা বলেন ভিসি।

ভিসি বলেন, পরীক্ষার হলে মোবাইল, ঘড়ি, ক্যালকুলেটরসহ টেলিযোগাযোগ করা যায়- এমন সব ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। যেকোন ধরণের অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক কাজ করবে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার হলে প্রত্যেক পরীক্ষার্থীর মুখায়ব যেন স্পষ্ট থাকে। মেয়ে পরীক্ষার্থীদের দুটি কর্ণই যেন উন্মুক্ত থাকে। এছাড়া প্রবেশপত্রের নিচে উল্লেখিত বিষয়গুলো প্রত্যেক পরীক্ষার্থীকে সঠিকভাবে পালন করার নির্দেশ দেন তিনি।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন ঢাবির নবনিযুক্ত ওই ভিসি।

উল্লেখ্য, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাবিতে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর ‘গ’ ইউনিটে ১২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৯৩১১ জন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর (ক্যাম্পাসলাইভ২৪.কম)//জেএন


আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর


আজকের সর্বশেষ